Kasba Incident News: কসবাকাণ্ডের প্রতিবাদে হাওড়ায় বামেদের বিক্ষোভ ঘিরে তুলকালাম
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের প্রতিবাদে হাওড়ায় বামেদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। কসবাকাণ্ডের প্রতিবাদে কলকাতা থেকে জেলায় সর্বত্রই প্রতিবাদের ছবি দেখা গিয়েছে। শনিবার বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকে একাধিক জায়গায়। এদিন কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড । গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের । বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা । হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আক্রমণ সুকান্ত মজুমদারের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে গোপনে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে'। সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।