Left Party Worker's Death: 'অর্থের প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে যান মুখ্যমন্ত্রী', মইদুলের মৃত্যু নিয়ে মমতাকে কটাক্ষ অধীরের
Continues below advertisement
ডিওয়াইএফআই (DYFI) কর্মীর মৃত্যু নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, "বাংলার কোনও মা বোন ধর্ষিতা হলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁকে চাকরি দেন। আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেন। যখন একটি গরিব পরিবারে ছেলে মইদুল পুলিশের লাঠির আঘাতে মারা যান তখন তাঁর পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে অভিযুক্তকে বাঁচাতে যান। এটাই মা মাটি মানুষের নেত্রীর ধর্ম।"
Continues below advertisement
Tags :
Adhir Chowdhury DYFI Left Front Youth Protest Left Front Protest Left Front Protest In Moulali Left Front Youth Protest In Kolkata Left Front Youth Protest Update Maidul Islam Midda Maidul Death Protest News CPIM Youth Wing Activist Death Left Front Protest Update Maidul Islam Death News Maidul Islam News