কোন কোন পরিষেবা লকডাউনের বাইরে, জানালেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে

Continues below advertisement

করোনা রুখতে কাল বিকেল ৫ থেকে রাজ্যে লকডাউন। কলকাতা-সহ ২৩টি জেলা সদরে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত রাজ্যে লকডাউন। লকডাউন চলাকালীন রাজ্যে বন্ধ গণপরিবহণ। কারখানা, ওয়ার্ক শপ, গোডাউন বন্ধ থাকবে। লকডাউন থেকে স্বাস্থ্য পরিষেবাকে ছাড়। আওতার বাইরে বিদ্যুৎ‍, জল ও সাফাই পরিষেবা। খোলা থাকবে ওষুধের দোকান, চশমার দোকান। লকডাউন থেকে ছাড় টেলিকম, ইন্টারনেট, আইটি ও ডাক। রেশন, মুদি দোকান, সবজির দোকানকে লকডাউন থেকে ছাড়। আওতার বাইরে ফল, মাংস, মাছ, পাঁউরুটি, দুধের দোকান। অনলাইনে মুদি ও খাদ্যদ্রব্য সরবরাহকেও ছাড়। খাবারের হোম ডেলিভারি লকডাউনের আওতার বাইরে। পেট্রোল পাম্প, রান্নার গ্যাস পরিষেবা আওতার বাইরে। লকডাউন থেকে ব্যাঙ্ক ও এটিএমগুলিকেও ছাড়। আওতার বাইরে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশাল মিডিয়া। প্রকাশ্যে ৭ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। লকডাউন চলাকালীন বাড়িতে থাকার পরামর্শ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram