১৭ মের পর বাড়তে চলেছে লকডাউন, থাকবে নতুন নিয়ম, জানালেন মোদি
Continues below advertisement
১৭ই মের পর ফের বাড়তে চলেছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ ঠেকাতে ২৫ শে মার্চ থেকে শুরু হয় দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন। প্রথম দফার লকডাউন ছিল ২১ দিনের। দ্বিতীয় দফার লকডাউন ছিল ১৯ দিনের। তৃতীয় দফার লকডাউন বাড়ানো হয়ে ১৪ দিনের জন্য। চতুর্থ দফার লকডাউন কদিন চলবে, কিসে মিলবে ছাড় সেটা অবশ্য পরিষ্কার করেননি প্রধানমন্ত্রী।পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি লকলডাউন ওঠানোর সম্ভাবনা নেই, মত বিশেষজ্ঞদের
Continues below advertisement
Tags :
Lockdown Guidelines Lockdown 4.0 Coronavirus Cases Coronavirus In India Coronavirus India Abp Ananda Coronavirus Update PM Narendra Modi Narendra Modi