১ জুন থেকে পঞ্চম দফার লকডাউন হচ্ছে ধরে নিয়েই এগোচ্ছে কেন্দ্র, খবর সূত্রের
Continues below advertisement
দেশের ৭০ শতাংশের বেশি করোনা সংক্রমিত কলকাতা সহ ১০টি শহরে। দেশে ৯০ শতাংশের বেশি করোনা সংক্রমনে হয়েছে পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে। সম্প্রতি এমনি তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যা দেখে বিশেষজ্ঞদের চিন্তা বেড়েছে। আর এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে মোদি সরকার কি হাঁটবে পঞ্চম দফার লকডাউনের দিকে? সরকারি ভাবে ঘোষণা হয়নি। কিন্তু সূত্রের খবর ১ জুন থেকে দেশে পঞ্চম দফার লকডাউন হচ্ছে এমনটাই কার্যত ধরে নিয়ে এগোচ্ছে কেন্দ্র। লকডাউন শেষ হবে না বাড়ানো হবে মেয়াদ এই বিষয় মতামত জানার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।
Continues below advertisement
Tags :
Lockdown 4.0 Lockdown 5.0 ABP Aananda Coronavirus Latest News Coronavirus News Coronavirus In India Coronavirus Amit Shah