সাপ্তাহিক লকডাউন : যান নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন রাস্তায় গার্ড রেল
লকডাউনে পার্ক স্ট্রিটের চারদিকে গার্ড রেল দেওয়া হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য পুলিশ বিভিন্ন রাস্তায় গার্ড রেল দিয়েছে। শুধু পার্ক স্ট্রিট নয়, শহরের বিভিন্ন রাস্তায় এইভাবে গার্ড রেল দেওয়া হয়েছে। সকাল থেকে পুলিশি নজরদারি চলছে। জরুরি কাজ না থাকলে রাস্তায় যাতে মানুষ না বার হন সেই দিকে নজর রাখছে পুলিশ।