লকডাউনই একমাত্র উপায় নয়, দাবি করলেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement
ভারতে করোনায় মৃত বেড়ে ৫৬, আক্রান্ত ২ হাজার ৩০১, সুস্থ ১৫৭ জন। গুজরাটে মৃত্যু ৭৮ বছরের করোনা আক্রান্তের। সংক্রমিত দিল্লির ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের দুই নার্স। এঁরা করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন। মুম্বইয়ের ধারাভিতে করোনা আক্রান্ত এক ৩৫ বছরের চিকিৎসক। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩৩৫জন, তামিলনাডুতে সংক্রমিত ৩০৯। দেশে লকডাউন থাকলেও বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউনই একমাত্র উপায় নয়, অন্যদিকে আইসোলেশন জরুরি। যাঁদের বাড়ির লোক করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করছেন চিকিৎসক। যাঁরা করোনা পজিটিভ, তাঁদের ঠিকমত চিকিৎসা করে মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram