সাপ্তাহিক লকডাউন : শহরজুড়ে তুঙ্গে পুলিশি তৎপরতা, নিয়ম লঙ্ঘন করলেই মিলছে শাস্তি
রাজ্যে টানা ৪৮ ঘণ্টা সম্পূর্ণ লকডাউন। ধর্মতলা, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রুবি মোড়, বেহালা, চিড়িয়া মোড়ে পুলিশ আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় পুলিশের সংখ্যা বাড়ছে। সাপ্তাহিক লকডাউনে নিয়ম ভাঙলেই উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এমজি রোডেও একই ছবি। পুলিশ নাকা চেকিং চালাচ্ছে। কাগজপত্র দেখছে। ঠিকঠাক উত্তর না পেলে বাড়ি পাঠাচ্ছে পুলিশ।