Lok Sabha: জুতোর মধ্যে লুকিয়ে নিয়ে এসে লোকসভায় আচমকা কিছু স্প্রে! প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা | ABP Ananda LIVE

Continues below advertisement

Lok Sabha: লোকসভায় আতঙ্ক, দর্শকাসন থেকে লাফ ২ জনের। অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে লাফ ২ জনের। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় ফের আতঙ্ক। লোকসভায় ঢুকে আচমকা কিছু স্প্রে করে ২ সন্দেহভাজন ব্যক্তি। স্প্রের মধ্যে বারুদ জাতীয় কিছু ছিল বলে গন্ধ থেকে অনুমান সংসদের নিরাপত্তারক্ষীদের । জুতোর মধ্যে কিছু লুকনো ছিল, পুলিশ সূত্রে খবর । ফের বড়সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, একজনের নাম সাগর । সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২ । ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram