PM Narendra Modi Speech in Parliament: দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda LIVE: কয়েকজনের দুঃখ বুঝতে পারছি: প্রধানমন্ত্রী(PM Narendra Modi) । লোকসভায় (lok sabha)প্রধানমন্ত্রীর ভাষণের সময় লাগাতার স্লোগান বিরোধীদের।  দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস প্রধানমন্ত্রীর । তোষণের রাজনীতিকে জবাব দিয়েছে দেশ: প্রধানমন্ত্রী । 'রোজ রোজ হাজার হাজার কোটির দুর্নীতির খবর আসছে'। 'কয়লা-কেলেঙ্কারিতে(coal scam) অনেকের হাত কালো হয়ে গিয়েছে'। দেশকে ভিতর থেকে ধ্বংস করছে দুর্নীতি: প্রধানমন্ত্রী । দুর্নীতি-অস্ত্রে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। 'আগে যখন তখন হামলা চালাত জঙ্গিরা, চুপ থাকত সরকার'। এখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক হয়: প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লোপের প্রসঙ্গ টেনে বিরোধীদের জবাব প্রধানমন্ত্রীর। 'এখন কাশ্মীরে পাথরবৃষ্টি বন্ধ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে'। '৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের অধিকার ছিনিয়ে নিয়েছিল'। 'কংগ্রেস জমানায় ১ টাকায় ৮৭ পয়সাই দুর্নীতি হত'।জনমত বোঝার চেষ্টা করুন, বিরোধীদের কড়া বার্তা মোদির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram