Rahul On NEET: গোটা একদিন NEET ইস্যুতে বিতর্কের দাবি রাহুলের, সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা

Continues below advertisement

Rahul Gandhi On NEET: সংসদের বাইরে বিক্ষোভের পর ভিতরেও নিট নিয়ে সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। গোটা একদিন এই ইস্যুতে বিতর্কের দাবি রাহুল গাঁধীর। এদিন রাহুল বলেন, 'আমরা চাই, নিট নিয়ে একদিনের আলোচনা হোক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত।আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে'। ২৩ জুনের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET-UG-র সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল NTA. প্রশ্ন-ফাঁসের অভিযোগে ১৩ জুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ২৩ জুন ১ হাজার ৫৬৩ জনকে ফের NEET-এ বসতে হবে বলে জানায় পরীক্ষা নিয়ামক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর মধ্যে মেডিক্যাল প্রবেশিকায় বসেন ৮১৩ জন পরীক্ষার্থী অর্থাৎ ৫২ শতাংশ। এরপর ৬ জুলাই থেকে শুরু হবে NEET-UG-র কাউন্সেলিং শুরু হবে বলে জানিয়েছে NTA.মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ।  কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। NTA-এর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন NTA-এর ডিজি সুবোধকুমার সিংহ। ডাক্তারির অভিন্ন প্রবেশিকা NEET UG-তে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ।  ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram