Lok Sabha Adjourned: দুপুর ২টো পর্যন্ত স্থগিত লোকসভার অধিবেশন।ABP Ananda LIVE
দুপুর ২টো পর্যন্ত স্থগিত লোকসভার অধিবেশন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে রিপোর্ট পেশের আগেই তুলকালাম। তার মধ্যে লোকসভায় রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।
Tags :
News TMC MP Mahua Moitra Lok Sabha Adjourned Lok Sabha Ethics Committee Report Report On Cash For Query Scam