Narendra Modi: 'আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই', বললেন মোদি। ABP Ananda Live

ABP Ananda Live: 'সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবময়', 'সকল নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন ও শুভকামনা', 'শ্রেষ্ঠ ভারত নির্মাণের স্বপ্ন নিয়ে আজ অষ্টাদশ লোকসভা শুরু হচ্ছে', 'বিশ্বের সবথেকে বড় নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে', 'দেশের মানুষ তৃতীয় বার সুযোগ দেওয়ার অর্থ হল সেই সরকারের নীতি, প্রচেষ্টায় সিলমোহর দেওয়া', 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন', 'আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই', 'অষ্টাদশ লোকসভা দেশের অমৃতকাল গঠনে এক শুভ সঙ্কেত', '২৫ জুন দেশের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, কাল তার ৫০ বছর পূর্তি', জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির, 'আমরা সংবিধানকে রক্ষা করে সংকল্প করছি, আর কখনও গণতন্ত্রকে হত্যার কেউ সাহস পাবে না', 'তৃতীয় বার ক্ষমতার আসার অর্থ, আমাদের দায়িত্বও তিনগুন বৃদ্ধি পেয়েছে', 'দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তিনগুন বেশি পরিশ্রম করব', 'দেশের মানুষ বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায়', 'আশা করি বিরোধীরা এবার দেশবাসীর সেই আকাঙ্খা পূরণ করবেন', 'আমরা ভারতকে দারিদ্র থেকে খুব শীঘ্রই মুক্তি দিতে পারব', মন্তব্য মোদির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola