Madhyapradesh News: হট এয়ার বেলুনে উঠতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: হট এয়ার বেলুনে উঠতে গিয়ে বিপত্তি। ওড়ার আগেই বেলুনে আগুন। প্রবল হাওয়ার কারণে উড়লই না বেলুন। অল্পের জন্য রক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। তড়িঘড়ি হট এয়ার বেলুন থেকে নামানো হয় তাঁকে। বেলুনের নিচের অংশে আগুন ছড়াতে শুরু করে। হট এয়ার বেলুন সংস্থার কর্মীরা এসে শেষ পর্যন্ত ওই আগুন নিভিয়ে দেন।
আরও পড়ুন...
'জলে ডুবেই মৃত্যু যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের', বলছে ময়নাতদন্তের রিপোর্ট
'জলে ডুবেই মৃত্যু যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের', ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত ছাত্রীর পরিবার। অনামিকা নেশা করতেন না, দাবি তাঁর পরিবারের। 'অনামিকার সঙ্গে শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার রাত ৯টা ৮ মিনিটে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম', দাবি অনামিকার মায়ের। 'ক্যাম্পাসে বাউল গান হচ্ছে, শুনে ফিরবেন, জানিয়েছিলেন অনামিকা', দাবি যাদবপুরের মৃত পড়ুয়া অনামিকার মায়ের। ক্যাম্পাসে CC ক্যামেরা থাকলে, মৃত্যুর কারণ বোঝা যেত, আক্ষেপ মৃতার বাবা-মায়ের। 'হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু, জানিয়েছেন চিকিৎসকেরা। দুই কনুইয়ে ছড়ে যাওয়ার দাগ ছিল, দাবি পরিবারের।