
Madyapradesh: মধ্যপ্রদেশের কাটনি স্টেশনেও ট্রেনের রুট বদল ঘিরে যাত্রীদের সঙ্গে গার্ডের গণ্ডগোল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোথায় টনক নড়ল? মহাকুম্ভে যাওয়ার পথে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ২৪ ঘণ্টা পরেও একই ছবি। পদপিষ্ট হওয়ার পরদিনও নয়াদিল্লি স্টেশনে চলছে একইরকম হুড়োহুড়ি। প্রাণ বাজি রেখে, হুড়োহুড়ি করেই প্রয়াগরাজগামী ট্রেনে উঠছেন যাত্রীরা। পাটনা স্টেশনে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও ঠাসাঠাসি ভিড়। তার মধ্যেই ধাক্কাধাক্কি করে উঠে পড়তে দেখা যায় যাত্রীদের।
প্রয়াগরাজ স্টেশনেও থিকথিক করছে ভিড়। আগাম ঘোষণা ছাড়া ট্রেনের রুট বদল ঘিরে যাত্রীদের সঙ্গে গার্ডের গণ্ডগোল বাধে মধ্যপ্রদেশের কাটনি স্টেশনেও। অন্যদিকে সোমবারও কুম্ভে পুণ্য অর্জনে এসেছেন লাখো মানুষ।
'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার', মন্তব্য শুভেন্দুর
'সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল' । 'সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে' । 'সশস্ত্র পুলিশ, আইপিএস-দের দিয়ে পুজো করাতে হয়েছে' । 'সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম' । 'সোমবার স্বরাষ্ট্র দফতরের দিন, চার বছর হতে চলল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কোনও প্রশ্ন নেন না' । 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি' । 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে' । 'বিধানসভায় আজ না আসা সত্ত্বেও বিশ্বনাথ কারক সাসপেন্ড' । 'ওয়েলে না নামা সত্ত্বেও বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল সাসপেন্ড' । 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি' । কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা' । 'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার', মন্তব্য শুভেন্দুর