![ABP News ABP News](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/6fd25c915d8b5e2d30c87a2a947db2841738220609707535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=200)
Ananda Sakal: ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসহায় পুণ্যার্থীদের মৃত্যু, ২৪ ঘণ্টা পরে আজ যেতে পারেন যোগী, ডিজিপি, মুখ্যসচিব
ABP Ananda Live: যোগীরাজ্যে মহাকুম্ভে মৃত্যুমিছিল। মৌনী অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হয়ে অন্তত ৩০জনের মৃত্যু, আহত শতাধিক! প্রয়াগরাজে মহাবিপর্যয়। যোগী সরকারের বিরুদ্ধে মৃতের সংখ্যা চাপার চেষ্টার অভিযোগ। হতাহতদের তালিকায় বাংলার বাসিন্দারও। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অসহায় পুণ্যার্থীদের মৃত্যু। তালিকায় বাংলার দর্শনার্থীরাও। ২৪ ঘণ্টা পরে আজ যেতে পারেন যোগী, ডিজিপি, মুখ্যসচিবের।
ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরের পিছনে কী গল্প ? জানালেন খোদ বিভাগীয় প্রধান।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা।