Maha Kumbh Stampede: মহাকুম্ভে ঘটল ভয়ঙ্কর বিপর্যয়! এনিয়ে যোগী সরকারকে তীব্র আক্রমণে নেমেছে বিরোধীরা

ABP Ananda Live: স্রোতের মতো আসা পুণ্য়ার্থীদের সামলাতে জলের মতো টাকা খরচ হয়েছিল। প্রচার চালানো হয়েছিল দেশজুড়ে। সেই মহাকুম্ভেই ঘটল ভয়ঙ্কর বিপর্যয়! আর এনিয়ে যোগী সরকারকে তীব্র আক্রমণে নেমেছে বিরোধীরা। রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'অব্যবস্থা এবং সাধারণ ভক্তদের পরিবর্তে VIP-দের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।' গঙ্গাসাগরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় X হ্যান্ডেলে লিখেছেন, গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি, এই ধরনের মানুষের বিপুল সমাগমের ক্ষেত্রে, যেখানে তীর্থযাত্রীদের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয়।

 

ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরের পিছনে কী গল্প ? জানালেন খোদ বিভাগীয় প্রধান।

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola