Chhattisgarh CM In Controversy:আর্থিক তছরুপে অভিযুক্ত মহাদেব বেটিং অ্যাপ ৫০৮ কোটি টাকা দেয় ভূপেশ বাঘেলকে, খবর ইডি সূত্রে।ABP Ananda LIVE
কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে ৫০৮ কোটি দিয়েছে আর্থিক তছরুপে অভিযুক্ত মহাদেব বেটিং অ্যাপ, ইডি সূত্রে খবর। ছত্তীসগঢ়ের কংগ্রেসের নির্বাচনী খরচের জন্য দুবাই থেকে পাঠানো হয়েছে ৫ কোটি ৩৯ লক্ষ টাকা, ইডি সূত্রে খবর। আর্থিক তছরুপে অভিযুক্ত মহাদেব বেটিং বুক অনলাইন অ্যাপের অফিসে ইডির তল্লাশি, গ্রেফতার অসীম দাস। ধৃত অসীম দাসের কাছ থেকে মিলেছে তথ্য, ইডি সূত্রে দাবি। মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার ভূপেশ বাঘেলকে দুবাই থেকে টাকা পাঠান, ইডি সূত্রে খবর। কংগ্রেসের নির্বাচনী খরচের জন্য দুবাই থেকে ধৃত অসীম দাস ৫ কোটি ৩৯ লক্ষ টাকা নিয়ে এসেছিল, ইডি সূত্রে খবর। দুবাই থেকে নিয়ে আসা টাকা বাজেয়াপ্ত করে, টাকা রাখা ছিল গাড়িতে, ইডি সূত্রে দাবি। ভূপেশ বাঘেলকে প্রায় ৫০৮ কোটি দিয়েছে মহাদেব অ্যাপের প্রোমোটার, জেরায় জানিয়েছে ধৃত অসীম দাস, ইডি সূত্রে দাবি। এই মামলায় ছত্তীসগঢ় পুলিশের এক কনস্টেবলকেও গ্রেফতার করেছে ইডি, ধৃতের নাম ভীম যাদব।