
Dona Ganguly: প্রয়াগরাজে মহাকুম্ভে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়
ABP Ananda Live: প্রয়াগরাজে মহাকুম্ভে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জায়া ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জরীর শিল্পীরা। ডোনা-সহ দীক্ষা মঞ্জরীর ২০ জন ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশ নেন। মহাকুম্ভে গঙ্গা মণ্ডপে এক ঘন্টার নৃত্য অনুষ্ঠানে নাচের সঙ্গে ছিল গানও। যেমন, অর্ধ নারীশ্বর, দূর্গা, শঙ্কর মহাদেবনের সুর ও সঙ্গীতে তৈরি চলো কুম্ভচলে শীর্ষক গানগুলি। মহাকুম্ভে নৃত্য অনুষ্ঠান করার আগে কলকাতায় মাস ছয়েকের অনুশীলন করেন দীক্ষা মঞ্জুরীর ছাত্র-ছাত্রীরা।
বড় বড় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন দিল্লি হাতছাড়া হল আম আদমি পার্টির? বিস্তর কাটাছেঁড়া এ রাজ্যেও
মহিলাদের মাসে ২ হাজার ১০০ টাকা দেওয়া থেকে শুরু করে, অটো-ট্যাক্সি চালকদের জীবনবিমা। বড় বড় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন দিল্লি হাতছাড়া হল আম আদমি পার্টির? কেন কেজরিওয়ালকে আর কুর্সিতে দেখতে চাইলেন না দিল্লিবাসী? কেন তাঁরা ভরসা রাখলেন ডবল ইঞ্জিন সরকারে? দিল্লির ভোটের ফলাফল নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া।