Mahakubh 2025: কুম্ভমেলায় হাজির সস্ত্রীক আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। করলেন ভোগপ্রসাদ বিতরণ

ABP Ananda LIVE : কুম্ভমেলায় হাজির আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রয়াগরাজের ইসকন মন্দিরের শিবিরে সস্ত্রীক হাজির হন তিনি। ইসকন শিবির থেকে সকলকে নিজের হাতে করে মহাপ্রসাদ বিলি করেন। এবছর মহাকুম্ভে আদানি গ্রুপ ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছে। মহাকুম্ভে ভাণ্ডারার পর ত্রিবেণী এবং হনুমানজির মন্দিরেও যাবেন গৌতম আদানি। কুম্ভমেলায় ধনকুবের ব্যবসায়ীকে দেখতে শিবিরে ভিড় জমান অনেকে।

মহাকুম্ভে পৌঁছলেন শিল্পপতি গৌতম আদানি। ইসকন মন্দিরে প্রার্থনার পর প্রয়াগরাজে ইসকন মন্দিরের শিবিরে গিয়ে নিজের হাতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিলি করেন তিনি। এবারের কুম্ভমেলায় ইসকন মন্দিরের সঙ্গে যৌথ উদ্যোগে ভক্তদের মহাপ্রসাদ বিলি করছে আদানি গ্রুপ। মহাকুম্ভের প্রথম অমৃত স্নান থেকে শুরু হয়েছে এই শিবির, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এদিন সকাল ৮টায় ব্যক্তিগত বিমানে আমদাবাদ থেকে প্রয়াগরাজে সস্ত্রীক পৌঁছন শিল্পপতি। এরপর ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ইসকন ভিআইপি তাঁবুতে পৌঁছন তিনি। সেখান থেকে ইসকন মন্দিরে প্রার্থনা করার পর তিনি সোজা চলে যান ইসকনের রান্নাঘরে। এরপর তীর্থযাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola