Mahakumbha 2025: মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে উপচে পড়া ভিড়। ABP Ananda Live

ABP Ananda Live: মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে উপচে পড়া ভিড়। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। গঙ্গাসাগরেও পুণ্যস্নানে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম।

 

বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, সরানো হল কাঁকড়তলার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে

বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি হয় কাঁকড়তলায়। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল বীরভূমের কাঁকড়তলা থানার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে। দুবরাজপুরের সার্কেল ইনস্পেক্টর শুভাশিস হালদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকালের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি বালি পাচার রুখতে পুলিশ লাগাতার অভিযান চালাবে বলে SP জানিয়েছেন।

 

মঙ্গলবার কোচবিহারের পর বুধবার ফের দুর্ঘটনার মুখে রেল, এই বাংলাতেই। এবার শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে লেগে গেল আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। তখনও ভোরের আলো ফোটেনি। কিন্তু এ সময়টাও শিয়ালদা স্টেশন মোটেই শুনশান থাকে না। প্রথম লোকালে চেপেই কাজে রওনা দেন বহু যাত্রী। পূর্ব রেল সূত্রে খবর, ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। হঠাৎই দেখা যায় আগুন। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। হইহই করে ওঠেন উপস্থিত রেলকর্মীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola