মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয় উদ্ধব সরকারের, পক্ষে ১৬৯ ভোট, ওয়াক আউট বিজেপির
অগ্নিপরীক্ষা’য় জয়ী উদ্ধব ঠাকরে সরকার। মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়। উদ্ধব সরকারের পক্ষে ১৬৯টি ভোট। মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫। আস্থা-প্রস্তাব আনেন কংগ্রেসের অশোক চহ্বান। আস্থা-প্রস্তাবকে সমর্থন করে শিবসেনা-এনসিপি। বেআইনিভাবে প্রোটেম স্পিকার নিয়োগের অভিযোগ। আস্থা ভোটের আগেই ওয়াক আউট বিজেপির