Waterlogged Problem: মহেশতলায় খাল বুজিয়ে দোকান-বাড়ি, জমা জলে দুর্ভোগ
মহেশতলায় (Maheshtala) খাল চুরি। আস্ত নিকাশি খাল বুজিয়ে তৈরি হয়েছে সারি সারি দোকান ও বাড়ি। সব প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। কার মদতে খাল চুরি? এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। জমা জলে সমস্যায় ভুগছেন মেটিয়াবুরুজের হুলিয়ালি, মহেশতলা, গার্ডেনরিচের বিভিন্ন এলাকার মানুষ। এমন লাগোয়া কলকাতার পুরসভার বিভিন্ন এলাকাতেও জমা জলের দুর্ভোগ দীর্ঘদিনের। ভুক্তভোগী খোদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায় (Biman Banerjee)। এদিন মহেশতলার লালাবাগান, শান্তিনগর, শেখপাড়া, কালীনগর, কুদ্দুসপাড়া, জাহাজিপাড়ার মতো এলাকায় দেখা গেল জল জমে আছে রাস্তার বিভিন্ন অংশে। বৃষ্টি নামলেই মেটিয়াবুরুজের বিভিন্ন এলাকায় জল (Waterlogged) জমে যায়। এই সমস্যা দীর্ঘদিনের।