Mahua moitra expelled: মহুয়া বহিষ্কার নিয়ে ধুন্ধুমার সংসদে। ABP Ananda Live

West Bengal News: মহুয়াকে (Mahua Moitra) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আজ এই দাবিতে লোকসভায় (Lok Sabha) কার্যত ধুন্ধুমার বেধে যায়। একযোগে সরব হন, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় (Sudip Banerjee), কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়রা (Kalyan Banerjee)। রিপোর্ট পড়ে দেখার জন্য তিন-চারদিন সময় চান অধীর চৌধুরী, মনীশ তিওয়ারিরাও। পাল্টা, দুহাজার পাঁচ সালে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকাকালীন এগারোজন সাংসদের বহিষ্কারের প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপি। শেষপর্যন্ত বিরোধীদের দাবি গুরুত্ব পায়নি।  ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola