Malda News: একমাস ধরে মানিকচক এলাকায় লোডশেডিং! রাস্তায় নেমে প্রতিবাদ! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: এই আছে এই নেই। একমাস ধরে এলাকায় চলছে লোডশেডিং। তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিদ্যুৎ চেয়ে জুটেছে কাঁদানে গ্যাস, অভিযোগ চলেছে গুলিও। যদিও বিদ্য়ুৎমন্ত্রী দাবি করছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলা থেকে লোডশেডিং শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। সাধারণ মানুষের বাধার কারণেই সমস্যা হচ্ছে মানিকচকে। অন্য় দাবি করেছেন, তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

রণক্ষেত্র মানিকচকের স্থানীয় বাসিন্দা দাবি করছেন, সারা রাত বিদ্য়ুৎ থাকেনা! অন্য়দিকে বিদ্য়ুৎমন্ত্রী দাবি করছেন মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। আবার মালদারই তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী অন্য় দাবি করছেন। কে ঠিক, আর কে ভুল...এই বিতর্কের মাঝেই রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিচকের এনায়েতপুর! অভিযোগ, বিদ্যুৎ চেয়ে জুটল বুলেট...!

অভিযোগ, প্রায় একমাস ধরে দিনের বেশিরভাগ সময় এলাকায় লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ এলেও বেশিক্ষণ থাকছে না। বার বার বিদ্যুৎ দফতর ও প্রশাসনকে জানিয়েও কাজ হয় না। 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram