Malegaon News: মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের মুক্তি

ABP Ananda LIVE: মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের মুক্তি। মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তকে রেহাই দিল মুম্বই NIA-র বিশেষ আদালত। এর ফলে সতেরো বছর পর মুক্তি পাচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্ত। শুধুমাত্র সন্দেহের বশে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে নয়। মন্তব্য করলেন মুম্বইয়ের বিশেষ NIA আদালতের বিচারক। তাৎপর্যপূর্ণভাবে NIA-র বিশেষ আদালত বলেছে, মালেগাঁও বিস্ফোরণে সরকার পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, বিস্ফোরণটি বাইকেই হয়েছিল। তদন্তে অনেক ত্রুটি ছিল। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপই পাওয়া যায়নি। মেলেনি বাইকের চেসিস নম্বরও। ঘটনার পর বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেননি। ফলে প্রমাণ নষ্টের ঘটনাও ঘটেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola