Mamata Banerjee: 'হামকো গালি দেতা হ্যা, তুমকো বিদায় দেনে কে বাদ তালি দেগা' আক্রমণ মমতার। Bangla News
'আজ হামকো গালি দেতা হ্যা না, কাল হাম তুমকো বিদায় দেনে কে বাদ তালি দেগা। আজ তুমহারা রুপেয়া হ্যা, তুম জিতনা পারো গালি দে তো, লেকিন কাল ভি সাবেরা আয়েগা। রাত হোতা হ্যা তো সাবেরা ভি হোতা হ্যা। সবেরা আ যায়েগা তো তুম লোক কাহা যায়েগা? কাহা ভাগেগা? হাম ভি লুক আউট-কা বাত জানতে হ্যা'। টিএমসিপি-র মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'কোর্টের বিচারাধীন ভিষয়, বেশি কিছউ বলতে চাই না। তবে বলুন তো কত ছেলে-মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায় ? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে ? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজ তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম ও এই চেয়ারে না থাকতাম, তাহলে বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা বলে তাঁদের জিভগুলো টেনে খুলে ফেলতে।'