Mamata Banerjee: 'মাধুর্যটাই নষ্ট করে দিয়েছে', ট্রেনের যাত্রী সুরক্ষায় তীব্র সমালোচনা মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার (Kanchenjunga Express Train Accident) দায় কার? তা নিয়ে রাজনৈতিক তরজা এখন সপ্তমে। সোমবার রেলকে অভিভাবকহীন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। পাল্টা তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। এদিন সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। বিকেলে পৌঁছন মুখ্য়মন্ত্রী। একই বিমানে উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার এবং সস্ত্রীক রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

 

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। এদিকে রেল দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গর্ভবতী মহিলা যাত্রী। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। হ্যাঁ ট্রেনটা আস্তে যাচ্ছিল। আহত ওই মহিলা যাত্রী জানিয়েছেন, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। যখন এরকম হয়েছে, মনে হয়েছে, আর বাঁচবোই না। মরেই যাব। ট্রেনটা তো, উল্টে যেতে যেতে একটু থেমেই গেল। তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমরা ট্রেনের সিট থেকে পড়ে গিয়েছি। যখন ট্রেনটা থামলো , তারপর আমরা আস্তে আস্তে নামলাম। কিন্তু আচমকা ব্রেক মেরে দাঁড়িয়ে যেতেই মনে হয়েছিল, যেন ভূমিকম্প হল। তারপর তো নেমেই গেলাম। ABP Ananda Live   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram