Mamata Banerjee: 'দিল্লির লোকেরা কী ভেবেছেন, যা ইচ্ছে তাই করবেন?', বিজেপিকে আক্রমণ মমতার

ABP Ananda LIVE: 'দিল্লির লোকেরা কী ভেবেছেন, যা ইচ্ছে তাই করবেন?', বিজেপিকে আক্রমণ মমতার। পাশাপাশি 'বাংলা দখল করে, এবার দিল্লি দখলের পথে পা বাড়াবে তৃণমূল', বার্তা মমতার। 'রাজ্যের বহু জায়গায় প্লাবন, সবাই বন্যা কবলিত। বন্যা কবলিতদের পাশে সবাই থাকবেন। বিকেল ৪টে পর্যন্ত জেলায় জেলায় মিছিল করবে তৃণমূল। রোদে পুড়ে, জলে ভেজা তৃণমূল কংগ্রেসের অভ্যাস আছে। মানুষ বিপদে পড়লে আমরা এসব করি।

'আজ এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে', মন্তব্য শমীকের

বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণ শানান রাজ্য বিজেপির সভাপতি। শমীক বলেন, "একজন সাংবাদিক শ্যামল দত্ত..বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, এখনও পর্যন্ত তিনি জেলে আছেন। মুক্ত হতে পারেননি। যাঁরা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা-বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ...সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। 'আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে...'। বলছিলেন ইসকনের এক সন্ন্যাসী। তিনি এখন জেলে। যিনি তাঁকে খাবার-ওষুধ দিতে যেতেন, তিনিও এখন জেলে।" তাঁর সংযোজন, "সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবথেকে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা-তক্ষশীলা-বিক্রমশীলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়েছে, আজ তারাই আবার একইভাবে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির ৭০ হাজার বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষ কিন্তু মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে-মেয়েদের উপর আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে, আজ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে। নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola