Mamata Banerjee: লন্ডনের কলেজেও হিন্দু নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল মুখ্যমন্ত্রীকে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হিন্দুদের জন্য় কিছু বলবেন? কতজন হিন্দুকে হত্য়া করা হয়েছে? লন্ডনের কলেজে বক্তৃতা চলাকালীন এমনও প্রশ্নেরও মুখোমুখি হতে হল মুখ্য়মন্ত্রীকে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উত্তর, আমি হিন্দু, মুসলমান সবার। এদিকে, এই ভিডিও শেয়ার করে শমীক ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে । তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে।
হিন্দু হিন্দু ভাই ভাই। পাল্টা দোলা সেনের বক্তব্য়, এই ঘটনার জন্য় অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয় ২-৪ জন বিজেপি, ও ৫-৬ জন SFI-কে বের করে দিয়েছে। 

আরও খবর....

বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।

একদিনে পাঁচটা ! অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস!  তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় । হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola