Mamata Banerjee: বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওড়িশার বালেশ্বর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলে। জানা গিয়েছে, বাহানাগা হাই স্কুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ট্রেন দুর্ঘটনায় নিহদের দেহ রাখা হয়েছে। নিখোঁজ পরিজনদের খোঁজে এই স্কুলেই বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন বাসিন্দারা। এর পাশাপাশি হাসপাতালেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। দুর্ঘটনার পিছনের নিশ্চয় কিছু রয়েছে। ভাল করে দুর্ঘটনার তদন্ত হোক।' রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই এদিন রেলের সমালোচনা করেছেন তিনি। এর পাশাপাশি জানিয়েছেন, মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। আজ বাংলা থেকে ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। গতকাল পাঠানো হয়েছিল ৪০টি। ৪০ জন চিকিৎসকও রয়েছেন দুর্ঘটনাস্থলে। রয়েছেন সিস্টাররাও।