Rahul Gandhi: 'মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হল না', মোদির বিরোধীতায় সরব রাহুল

Continues below advertisement

নীতীশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে ফের NDA-র হাত ধরার পরের দিনই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আজ বিহারে পৌঁছলেন রাহুল গাঁধী। এদিন তিনি বলেন, 'ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলছি। দেশে বিজেপির ঘৃণা-হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা। একদিকে বিজেপি ঘৃণার কথা বলে, আর আমরা ভালোবাসার কথা বলি। মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হল না। মোদি সরকার ২-৩ জন শিল্পপতিকে দেশের সম্পদ দিয়ে দিচ্ছে'। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram