Manish Shukla Murder Update: 'থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা, খতিয়ে দেখা হচ্ছে খুনের সম্ভাব্য আরও কারণ', ট্যুইট রাজ্য পুলিশের
Continues below advertisement
টিটাগড়ে খুনের পিছনে থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা। খতিয়ে দেখা হচ্ছে খুনের সম্ভাব্য আরও কারণ। ট্যুইট করে জানাল রাজ্য পুলিশ। সঠিক তদন্তের আগে কোনও সিদ্ধান্তে আসবেন না। সোশাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না। সোশাল মিডিয়ায় এমন মন্তব্য তদন্তে হস্তক্ষেপের নামান্তর। এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। ট্যুইটে আবেদন রাজ্য পুলিশের।
Continues below advertisement
Tags :
State Police Manish Shukla BJP Leader Murder ABP Ananda LIVE ??? Arjun Singh Barrackpore Abp Ananda TMC BJP