৮৪-র শিখ হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের প্রশংসা মনমোহন সিংহের
৮৪-র শিখ হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের প্রশংসা আরেক প্রাক্তন মনমোহন সিংহের গলায়। মনমোহনের মন্তব্যের প্রশংসা আই কে গুজরালের ছেলে তথা মোদি মন্ত্রিসভার শরিক অকালি দলের সাংসদ নরেশ গুজরালের। যদিও এই বিষয়েও কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি বিজেপি