Canada: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ভুয়ো অফার লেটারের জন্য় কানাডায় বিপাকে বহু ভারতীয় পড়ুয়া
Canada: অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পড়াশোনা করতে গেছেন। কিন্তু কানাডায় (Canada) গিয়ে বিপাকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া (Indian Student)। কারণ,সেখানকার প্রশাসন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যে অফার লেটার (Offer latter) তাঁরা নিয়ে গেছেন, তা ভুয়ো। ভারতের উচিত, জলন্ধরের প্রতারক এজেন্টকে কানাডার হাতে তুলে দেওয়া। মত অভিবাসন আইন বিশেষজ্ঞ সুমিত সেনের।