'চিনের হামলা পূর্ব পরিকল্পিত, কেন্দ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল', ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ রাহুল গাঁধীর
Continues below advertisement
লাদাখ-সংঘৰ্ষে সেনা মৃত্যু নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গাঁধীর। ট্যুইটে তিনি লেখেন, "এটা স্পষ্ট গালওয়ানে চিনের হামলা পূর্ব পরিকল্পিত। কেন্দ্র গভীর ঘুমে আছন্ন ছিল এবং এই সমস্যাকে গুরুত্ব দেয়নি। যার মূল্য চোকাতে হয়েছে আমাদের শহিদ জওয়ানদের।
Continues below advertisement