MEA : ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-শাস্তির মধ্যেই কড়া অবস্থান ভারতের, কী জানাল বিদেশমন্ত্রক ?

ABP Ananda LIVE :'যেখান থেকে কম দামে তেল, সেখান থেকেই কিনবে ভারত'।ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-শাস্তির মধ্যেই এবার জানিয়ে দিল কেন্দ্র ।রুশ বন্ধুত্বে আমেরিকার রোষ, ঘুরিয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রকের ।'গুরুত্ব অনুযায়ীই কোনও দেশের সঙ্গে সম্পর্ক রাখে ভারত'।এব্যাপারে তৃতীয় কোনও দেশের দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়, বোঝাল কেন্দ্র।

আরও খবর...

 ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি শুভেন্দুর, 'প্রথমে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারপর..' !

উত্তরপ্রদেশের ধাঁচে এবার এরাজ্যেও 'বুলজোজার' হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে বিজেপি সরকারে এলে বাংলাদেশি মুসলমানদের নিয়ে তাদের পদক্ষেপ কী হবে? ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রসঙ্গ তুলে, স্পষ্ট হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতার মুখে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রথমে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তারপর সরকারে এলে বাংলাদেশী মুসলমানদের বুলডোজারে বসিয়ে কাঁটাতারের ওপারে ছুড়ে ফেলা হবে। কবে এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এই নিয়ে আশাবাদী বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, কমিশন কী করবে আমরা বলতে পারব না। তবে যারা নাগরিক নয় বাইরে যাবে। আমরা আশাবাদী বাংলায় SIR হবে। আর ৮ মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইস্তেহার বা সংকল্প পত্রে কে কী প্রতিশ্রুতি দেবে তা জানতে হলে এখনও অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তবে বিজেপির সংকল্প পত্রে কী কী ইস্যু থাকছে, এদিন তারই আভাস দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব যথাসময়ে সংকল্প পত্র প্রকাশ করবেন। তবে সেই সংকল্প পত্রে আলু চাষিদের কথা, মহিলাদের কথা , যুবদের কথা কর্মসংস্থানের কথা, খনিজের কথা থাকবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola