করোনা প্রতিরোধে রেমডিসিভির ওষুধ প্রয়োগ শুরু আমেরিকায়, ইতিবাচক ফল মিলছে বলে দাবি
জরুরি ভিত্তিতে আমেরিকায় ওষুধ প্রয়োগ শুরু। এফডিএ জরুরি ভিত্তিতে ওষুধের প্রয়োগে দিল অনুমতি। স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আগেই এই ওষুধ ১ হাজার জনের ওপর প্রয়োগ করা হয়। এর মধ্যে ৩১ শতাংশ ক্ষেত্রে মেলে ইতিবাচক ফল। ‘ওষুধ প্রয়োগে নিয়ন্ত্রণ করা গিয়েছে সংক্রমণ’, দাবি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের।