আজ ভুবনেশ্বরে অমিত-মমতা বৈঠক, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে হবে আলোচনা
Continues below advertisement
সিএএ-এনপিআর বিতর্কের আবহেই আজ ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ, ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন বিহার, ওড়িশার মুখ্যমন্ত্রী। থাকবেন ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী। সিএএ চালু হওয়া, এনসিআর নিয়ে কেন্দ্রের অস্পষ্ট অবস্থান, এনপিআর-র বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান এসবের পর অমিত শাহের সঙ্গে মমতার এটিই প্রথম দেখা। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী ভূমিকা নেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ভুবনেশ্বরের লোক সেবা ভবনের নতুন কনভেনশন সেন্টারে এই বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি মাওবাদী সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।
Continues below advertisement
Tags :
Estern Zonbal Region Meeting Bhuwanbeswar Amit Mamata Meeting Abp Ananda NPR CAA Nrc Amit Shah Mamata Banerjee