উত্তুরে হাওয়ার বাধা কাটতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস
Continues below advertisement
উত্তুরে হাওয়ার বাধা কাটতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। পারদ অনেকটাই নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বাকি রাজ্যে আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় মাঝারি কুয়াশা। আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী কয়েকদিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর জেরে ফের আবহাওয়ার পরিবর্তন। মঙ্গল থেকে বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। বুধ-বৃহস্পতি সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে
Continues below advertisement