Merlin Group: এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা। সম্প্রতি কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর চার্জশিটে একাধিকবার এই সংস্থার নাম উল্লেখ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকুর নিয়ন্ত্রিত এসডি কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড সল্টলেকের মহিষবাথানে মার্লিন গ্রুপের নির্মাণ প্রকল্পে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করে। কাজ মসৃণভাবে করার জন্য কাকুর নিয়ন্ত্রিত সংস্থা চড়া দর দিলেও তা গ্রাহ্য হয়। এখানেই সংশয় ইডি-র। এর আগে মার্লিন গ্রুপের প্রিন্স আনোয়ার শা রোডের অফিসে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, এদিন মোবাইল ফোনের তথ্য সামনে রেখেই মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।y
Continues below advertisement
Tags :
Chairman Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News Merlingroup