ABP News

Midnapore News: কাজ করছে না ফুসফুস-কিডনি, ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক

Continues below advertisement

ABP Ananda Live: বিষাক্ত স্যালাইন, এসএসকেএমে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। জমাট বাঁধছে না রক্ত, ঠিকমতো কাজ করছে না ফুসফুস-কিডনিও। আর একা অস্ত্রোপচার করতে পারবেন না জুনিয়র-PGT। করলেই শাস্তিযোগ্য অপরাধ। স্যালাইনকাণ্ডে তোলপাড়ের মধ্যেই জানিয়ে দিল মেদিনীপুর মেডিক্যালে।

 

বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই চরম পরিণতি প্রসূতির ? বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে

 

বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু ? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে,  'অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram