ম্যাঙ্গালোর স্টেশনে ঠায় বসে শ্রমিকরা, মিলল না ট্রেন
লকডাউনের মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে এনেছে কেন্দ্র। কিন্তু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে চলছে টানাপোড়েন। বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকরা শুক্রবার রাত থেকে ঠায় বসে ম্যাঙ্গালোর স্টেশনে। কিন্তু শনিবার বেলা হতে পুলিশ জানিয়ে দেয় কোনও ট্রেন আসবে না। বিক্ষোভ দেখিয়েও লাভ হয়নি। ঠেলেঠুলে শ্রমিকদের তুলে দেওয়া হয় বাসে। কেন্দ্র বারবার দাবি করছে, স্পেশাল ট্রেনের জন্য শ্রমিকদের থেকে কোনও টাকা নেওয়া হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর খোদ রাজ্যে শ্রমিকদের থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রেল কতৃপক্ষের বিরুদ্ধে।
Tags :
Migrant Workers Travel Lockdown Guidelines Mangalore Migrant Workers Rail Minister Abp Ananda Lockdown