Mobile Phone: ফোনের স্পিড নিয়ে বিরক্ত ? স্লো চলছে বারবার ? কয়েকটা টিপসেই হতে পারে মুশকিল আসান
ABP Ananda Live: বর্তমান জীবনে চলার পথে মোবাইল ফোন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই মোবাইল ফোনের সঠিক ব্যবহার ও যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন মোবাইল ব্যবহারের কিছু নিয়ম। আপনার ফোন কি খুব স্লো চলছে ,তার জন্য আপনার অসুবিধা হচ্ছে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথমে বলি মোবাইল ফোনের ক্যাশ ডেটা ক্লিয়ার করার বিষয়ে। আপনার ফোনে কিছু সাময়িক ফাইল জমা হয়, যা সময়ের সাথে সাথে অনেক টা বেড়ে যায় এবং আপনার মোবাইল কে স্লো করে দেয়। এই ক্যাশ ফাইল গুলি, ফোনে অ্যাপ্লিকেশন গুলোকে দ্রুত লোড করতে সাহায্য করে, তবে এগুলো বেশি জমে গেলে উল্টো ফল দেয়। তাই নিয়ম করে আপনার ফোনে ক্যাশ ফাইল গুলি ক্লিয়ার করুন। আপনি এই জিনিস টি আপনার ফোনের সাথে করার আগে ভালো করে জেনে নিন। কোনও মোবাইল ফোনের এক্সপার্ট যদি আপনার জানা থাকে তার সাথে আলোচনা করুন।
#mobilephone #slowproblem #mobile #mobileapplications #trashfile