Narendra Modi: 'ইডি-ই বিরোধীদের একমঞ্চে এনেছে', আদানি উত্তাপের মাঝেই বিরোধীদের নিশানা মোদির | Bangla News

Continues below advertisement

Narendra Modi: 'গণতন্ত্রে (Democracy) সমালোচনা দরকার'। 'কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের' (Opposition)। 'ভোটে হারলে ইভিএমের (EVM) দোষ'। 'এজেন্সিকে গালাগালি, এমনকী সেনাকেও(army)অপমান করেছে'। 'তবে, ইডি-কে (ED) ধন্যবাদ জানানো দরকার বিরোধীদের'। 'কারণ ইডি-ই বিরোধীদের একমঞ্চে এনেছে'। 'ভোটাররা যা করতে পারেননি, ইডি তাই করে দেখিয়েছে'। আদানি উত্তাপের মাঝেই বিরোধীদের নিশানা মোদির (Narendra Modi) ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram