Narendra Modi: গুজরাতের রাজকোট থেকে AIIMS-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার উদ্বোধন মোদির। ABP Ananda Live
AIIMS: গুজরাতের (Gujrat) রাজকোট (Rajkot) থেকে AIIMS-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে কল্য়াণীর ক্য়াম্পাসে হাজির ছিলেন বিজেপির সাংসদ, বিধায়করা। দেখা গেল না তৃণমূলের কোনও প্রতিনিধিকে। এরইমধ্য়ে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ABP Ananda Live