
Modi-Trump Meeting: ওয়াশিংটনে মোদি-ট্রাম্প বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, কী বললেন ট্রাম্প ?
ABP Ananda Live: ওয়াশিংটনে মোদি-ট্রাম্প বৈঠকে উঠে এল বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে যা ঘটে চলেছে, ট্রাম্পের কাছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিদেশসচিব জানিয়েছেন, বাংলাদেশে ঘটে চলা সাম্প্রতিক কর্মকাণ্ড ভারত কীভাবে দেখছে, মার্কিন প্রেসিডেন্টকে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন, ভারত আশাবাদী বাংলাদেশ সেপথেই এগোবে, যাতে ভারত তার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে, বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরেই ছাড়লাম।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাড়িতে চুরি, বিস্ফোরক স্থানীয় TMC কাউন্সিলর
রাত ১১টা বাজলেই বাইরের সমাজবিরোধীদের যাতায়াত বেড়ে যায় এলাকায়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুঠের ঘটনার পর এই বিস্ফোরক স্বীকারোক্তি স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের। এটুকু বলেই থামেননি তিনি। খোদ শাসকদলের কাউন্সিলরই বলছেন, স্থানীয় থানা এমনকী ডিসি নর্থকে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন, শাসকদলের কাউন্সিলরই যখন অভিযোগ করে কোনও সুরাহা পাচ্ছেন না, তাহলে সাধারণ মানুষের কী হবে? অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর তৃণমূলের দাবি রাজ্যের আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল।