ABP News

PM Modi: আমেরিকায় আদানিকে নিয়ে প্রশ্নের মুখে মোদি। এড়ালেন ব্যক্তিগত বিষয় বলে

Continues below advertisement

ABP Ananda Live: আমেরিকায় আদানিকে নিয়ে প্রশ্নের মুখে মোদি। এড়ালেন ব্যক্তিগত বিষয় বলে। 'এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে ২ দেশের রাষ্ট্রনেতারা আলোচনা করেন না'। 'এনিয়ে কথাও বলেন না...'। বললেন মোদি।

 

অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !

অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই 'শাস্তি'-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। Santipur State General Hospital

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram