Durand Cup 2023: ডুরান্ডের রং সবুজ মেরুন, ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান
ডুরান্ডের রং সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ২০০৪-এ ডুরান্ড ফাইনালে লাল হলুদের কাছে হারের মধুর প্রতিশোধ সবুজ মেরুনের। ৭১ মিনিটে দিমিত্রির গোলে ডুরান্ড চ্যাম্পিয়ন সবুজ মেরুন। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন অনিরুদ্ধ থাপা। শেষ ৩৮ মিনিট ১০ জনে খেলে দিমিত্রির গোলে বাজিমাত মোহনবাগান