Indians Evacuation:অশান্ত সুদান থেকে ১৭০০-রও বেশি ভারতীয়কে সরানো গিয়েছে, ঘোষণা বিদেশসচিবের

অশান্ত সুদান (Sudan) থেকে ১ হাজার সাতশো জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে (Indians Evacuated) আনা গিয়েছে, জানালেন বিদেশসচিব (Foreign Secretary) বিনয় কাওয়াত্রা। বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার। সুদানের ৩৪০০ ভারতীয়ের মধ্যে যাঁরা এখনও ওই দেশে আটকে রয়েছেন, তাঁদেরও যাতে দ্রুত সরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস বিদেশসচিবের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola